পিবিএ লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় হামিদুর রহমান জিওন (১৬) নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার ৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি জিওন।
এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী পাটগ্রাম থানায় একটি সাধারন ডায়রী করেছেন তার পরিবার। এর আগে গত ৩ ফেব্রুয়ারী সকালে নিখোঁজ হয় জিওন। সে পাটগ্রাম উপজেলার কোটতলী জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার শফিকুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
জিওনের বাবা শফিকুল ইসলাম জানায়, সে পাটগ্রাম কোটতলী জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গত ৩ ফেব্রুয়ারী সকালে জিওন মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। এর পর থেকেই আমি ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোন খোঁজ পাওয়া যায়নি। তার পরনে সাদা পায়জামা ও পাঞ্জাবী এবং পায়ে জুতা ছিল। পাটগ্রাম থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, পাটগ্রাম থানায় এ সংক্রান্ত একটি সাধারন ডায়েরী করেছে। আমরা জিওনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
পিবিএ/এসপি/জেডআই