মনিরুল ইসলাম বাবু,পিবিএ,কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সে উপজেলার কাশিপুরের অনন্তপুর বেড়াকুটি গ্রামের মেয়ে। ওই ছাত্রী বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের অষ্ঠম শ্রেনীর ছাত্রী।
জানাগেছে, ঐ ছাত্রীর সঙ্গে উত্তর কাশিপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে নুর মহাম্মদ আকাশের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর সুবাদে বিভিন্ন সময় তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছেলের ভগ্নিপতির ড়ীতে তার ইচ্ছার বিরুদ্ধে দৈহিক ভাবে মিলিত হত। সোমবার ওই ছাত্রী সকাল ১০ টার দিকে বিদ্যালয়ে আসার সময় আকাশ কৌশলে তার ব্যবহৃত বাই-সাইকেলে তুলে নিয়ে গিয়ে ওই একই বাড়ীতে প্রায় ৪ ঘন্টা আটকে রেখে ধর্ষণ চালায়। পরে মেয়েটি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে ধর্ষক ছাত্রীকে তার বাবার বাড়ীর সামনে রেখে পালিয়ে যায়।
ছাত্রীর বাবা ফরিদুল ইসলাম দুলু জানান, যে আমার মেয়ের সর্বনাশ করেছে তার উপযুক্ত বিচার দাবি করছি। আর যদি বিচার না পাই তাহলে আত্তহত্যা করব।
এ প্রসঙ্গে কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. গোলজার হোসেন মন্ডল জানান, আমি এ জঘন্য ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, আমরা পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা গ্রহন করব।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, তিনি অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
পিবিএ/এফএস