পিবিএ.টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সভাপতিসহ চারজন আহত হয়েছে।
১২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি সজিব তালুকদার, সহ-সভাপতি ইমরান, যুগ্ম সম্পাদক রাজিব হোসেন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহাদত আলম দিপু।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক নিবিড় পালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অনান্য শিক্ষার্থীদের নিয়ে লোহার রড দিয়ে ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদার ও তার সহযোগীদের উপর আতর্কিত হামলা করে। এতে দুই গ্রুপের মধ্যেসংঘর্ষে তৈরি হয়। এ পর্যায়ে সভাপতি সজিব তালুকদারসহ আরো তিনজন আহত হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
পিবিএ/এমআর/হক