নান্দাইলে ইউপি নির্বাচনে মা-ছেলের ভোটযুদ্ধ

nandail-PBA

আজিজুর রহমান বাবুল,পিবিএ ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার নবগঠিত ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে চলভেলামারি গ্রামের মৃত তফাজ্জল হোসেনের স্ত্রী রাশিদা আক্তার ও তার ছেলে ফরিদ উদ্দিন একে অপরের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে মা ও ছেলে ছাড়াও আরও একজন প্রার্থী রয়েছেন।

স্থানীয় ও নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে, সোমবার(১১ ফেব্রুয়ারি ) বিকেলে নান্দাইল উপজেলা নির্বাচন অফিস থেকে ১৩ নং চর বেতাগৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য মাত্র তিন জন প্রার্থীর মধ্যে রাশিদা আক্তার এর নামে মোটর সাইকেল প্রতীক, তার ছেলে ফরিদ উদ্দিনকে আনারস প্রতীক ও অপর প্রার্থী আবুল হোসেন এর নামে নৌকা প্রতীক বরাদ্ধ দেয়া হয়।

প্রতীক পেয়ে তিন জন প্রার্থীই নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। মা’ ও ছেলের প্রতিদ্বন্দ্বীতার বিষয়ে দু’জনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও কারো কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। দু’জনেই এ বিষয়টি এড়িয়ে যান।

তবে এলাকার সাধারণ মানুষজন ও ভোটাররা এ ব্যাপারে বলেন, মুলত ফরিদ উদ্দিন বিএনপি’র সমর্থক। ভোট কেন্দ্র পাহারা দেয়ার জন্য বেশি করে এজেন্ট দেয়ার সুবিধার্থে ভোটের মাঠে মা’ ও ছেলে নেমেছেন, আর কিছু নয়।

উল্লেখ্য, আগামি ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩ নং চর বেতাগৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।এর মধ্যে মা’ ও ছেলে ছাড়াও নৌকা প্রতীক নিয়ে রয়েছেন আবুল হোসেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...