পিবিএ ঢামেক: রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রীজের উপরে ছালছাবিল পরিবহনের বাস ও সিএনজি চালিতো অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে সহ ৩জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, বাচ্চু মিয়া (৬০) ও তার ছেলে জুবায়েত (২৬), সৈয়দ আহমেদ (২৮)।
আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮ টার দিকে ময়না তদন্তের জন্য পুলিশ লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহত জুবায়েতের বড় ভাই মাসুম মিয়া জানান, তারা দক্ষিন কেরানীগঞ্জ ইকুরিয়া মুসলিম নগর এলাকায় থাকেন। তার এক ছেলে জুনাহিদ ও স্ত্রী খাদিজা।
তিনি জানান, জুবায়েত একটি কসাইর দোকানে কাজ করতো। বেশ কয়েক দিন ধরে জুবায়েরের মাজায় ব্যাথা ছিল। বাবা ছেলেকে ডাক্তার দেখাতে ইকুরিয়ার বাজার থেকে তারা সিএনজিতে করে পোস্তগোলা এলাকার একটি হাসপাতালে যাওয়ার কথা ছিল। পথে পোস্তগোলা ব্রিজে বাসের ধাক্কায় সিএনজিতে থাকা বাব-ছেলের মৃত্যু হয়।
এদিকে নিহত সৈয়দ আহমেদ কদমতলীর মা প্লাজা এলাকায় থাকতো। বাবার নাম সেনু মিয়া।
শ্যামপুর থানার (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ছালছাবিল পরিবহন ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা তিনজনের মৃত্যু হয়েছে।
পিবিএ/এইচএ/জেডআই