পিবিএ,ঢাকা: জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটের ভার্থখলা থেকে ১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
মঙ্গলবার র্যাব ফোর্সেস সদর দপ্তরের এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় ,গত ১১ ফেব্রুয়ারি রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সুরমার ভার্থখলা এলাকায় থেকে মোঃ মাসুম আহমেদ (৩৭) কে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত মাসুম দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তি বর্গসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মান হানি ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এছাড়াও তার ফেসবুক আইডি থেকে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করার লক্ষ্যে ক্রমাগত তৎপরতা পরিচালনার প্রমান পাওয়া যায়।
পিবিএ/হক