পিবিএ,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে বেতনা ক্যাম্পের বিজিবির ছোড়া গুলিতে তিনজন বাংলাদেশি নিহতের পর বর্তমানে সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনার তদন্ত চলছে, ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে, মঙ্গলবার রাতেই (সাড়ে ৯টা) ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কার্যালয় সন্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি বলেন, মঙ্গলবার সকালে বিজিবির একটি পেট্রল টিম চারটি গরু সিজ করে ফেরার পথে চোরাকারবারিরা এলাকাবাসীকে নিয়ে দেশীয় অস্ত্রসহ বিজিবির ওপর হামলা করে। তাদের অনুরোধ করা হলেও কোনো কথা শোনেনি। একপর্যায়ে চোরাকারবারিরা একত্রিত হয় এবং উত্তেজিত হয়ে বিজিবির অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চারজন বিজিবি সদস্য আহত হওয়ার পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় বাধ্য হয়ে বিজিবি আরো গুলি ছোড়ে। এতে তিনজন চোরাকারবারি নিহত সহ বিজিবির পাঁচ সদস্য আহত হয়। উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। এ ঘটনায় রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করার অভিযোগে বিজিবির পক্ষ মামলার প্রস্তুতি চলছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পিবিএ/এফএস