পিবিএ,ঢাকা: মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) র্যাব-২ জানতে পারে ফেন্সিডিল ও গাঁজা (মাদকের) একটি বড় চালান নিয়ে রাজধানীর হাতিরঝিলে মাদক ব্যবসায়ীদের নিকট হস্তান্তরের জন্য আসছে। রাজধানীর কাওরান বাজারে চেক পোস্ট স্থাপন করে তল্লাশী করতে থাকে । অতপর ১টি মাইক্রোবাস গাড়ি উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিত টের পেয়ে গাড়ি থামিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ শাহ জালাল (৩০), ২। মোঃ আশিকুল করিম(৩৮), ৩। মোঃ রফিকুল ইসলাম (২৫),কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্য মতে গাড়ি ভিতরে অভিনব পন্থায় লুকায়ীত ৫৯৬ (পাঁচশত ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিল ও ০২টি প্লাষ্টিকের বস্তার ভিতরে পলিথিনে মোড়ানো ৩১ কেজি গাঁজা পাওয়া যায়, উদ্ধারকৃত ফেন্সিডিল ও গাঁজার বর্তমান বাজার মূল্য আনুমানিক- ১৬,৬৯,০০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল ও গাঁজা (মাদক) সীমান্তবর্তী এলাকা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিবিএ/জেডএইচ