দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী যুবক খুন

africa_bd_murder-PBA

পিবিএ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর হাতে আবারো খুন হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার আমানুল্লাহপুরের ছোট হুজুরের বাড়ির মফিজুর রহমানের ছেলে মো. ইকবাল হোসেন (৩৫)। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ফ্রি ইষ্ট প্রভিন্স বোসাবেলো নামক ছোট একটি শহরে এঘটনা ঘটে।

নিহতের ভাই আফ্রিকা প্রবাসী মো. সুমন জানান, ইকবাল হোসেন তার স্বদেশী ব্যবসায়িক পার্টনারের সাথে কথা বলে বিদায় দিতে দোকানের বাগলারের গেইট খুলে। তখন দোকানের বাহিরে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা গুলি চালায়। এসময় ইকবালের পার্টনার দৌড়ে দোকানের ভিতরে প্রবেশ করে গেইট বন্ধ করতে গেলেই সন্ত্রাসীরা ইকবালকে গুলি করে করে। তাৎক্ষণিক তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। ইকবালের পার্টনার দোকানের পিছনে লুকিয়ে প্রাণে রক্ষা পায়। এসময় সন্ত্রাসীরা দোকানের ভিতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

পরিবার জানায়, নিহত ইকবাল ২০০৭ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস ও ব্যবসা করে আসছেন। মফিজুর রহমানের ৪ ছেলে, ১ মেয়ের মধ্যে ইকবাল সবার বড়। ইকবালের ৮ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে ইকবাল হোসেন খুনের ঘটনার খবর দেশে পৌঁছলে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃদ্ধ পিতা ও মাতা, স্ত্রী-সন্তানের আহাজারীতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বড় সন্তানকে হারানোর খবরে বৃদ্ধ পিতা বাকরুদ্ধ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...