পিবিএ,রাজশাহী: শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ইভটিজিং বন্ধ, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ, সকল ছাত্র-সংসদ নির্বাচন কার্যকরসহ শিক্ষা বাণিজ্যে বন্ধের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিপ্লবী ছাত্রমৈত্রীর রাবি শাখার নেতা দেবাশীষ ভট্রাচার্য রুপমের হত্যা দিবসে এ দাবি জানান তারা।
শহীদ রুপম দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় আমতলা চত্বর থেকে একটি মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
এসময় বিপ্লবী ছাত্র মৈত্রী রাবি শাখার সভাপতি ফিদেল মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জু হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মার্ডি, রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক সৌমিক ডুমরী, বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতা আদিত্য বর্মণ ও মিলন প্রমুখ ।
পিবিএ/এ এইচ/হক