পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে নেশাখোরের হাতে থাকা দায়েরকোপে আফসার আলী নামের এক যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভ্যানচালক আফসার আলী কোমড়ভাঙ্গি মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার ধর্মীয় সভার জন্য মাইকে প্রচার করতে ছিল। এসময় কোন কারন ছাড়াই একই ইউনিয়নের কোমড়ভাঙ্গি গ্রামের সৈয়দ আলীর নেশাখোর ছেলে সুজন মিয়া (২২) তার হাতে থাকা দাঁ দিয়ে এলোপাতারি ভাবে কোপাতে থাকে।
এতে ভ্যানচালক গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়রা সুজনকে আটক করলে উত্তমমাধ্যম দেয়। পরে জানাযায় সে নেশাগ্রস্ত। পরবর্তীতে তাকেও রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আহত ব্যক্তির খোঁজখবর নিচ্ছেন বলে জানান।
পিবিএ/ইএ/এমএসএম