পিবিএ,ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে মোঃ কায়েস আহমেদ রাব্বী (২৫) নামে এক ভুয়া পুলিশ কে আটক করেছে র্যাব র্যাব -১০ এর সদস্যরা। ১৩ ফেব্রুয়ারি বিকেল ২টার সময় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। কায়েস স্থানীয় কাউসার আলী টুকুর ছেলে। ১৩ ফেব্রুয়ারি বুধবার র্যাব ফোর্সেস সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১০ বিশেষ অভিযান চালিয়ে যাত্রাবাড়ীর ধলপুর এলাকা হতে কায়েস আহমেদ রাব্বী কে গ্রেফতার করার সময় তার কাছ থেকে ডিএমপি ঢাকার ১ টি হাফ শার্ট (যাহার দুপাশে সোলডারে পুলিশ ব্যাচ ও এএসআই র্যাংক ব্যাজ লাগানো, হ্যাংগিং ব্যাজসহ),২ টি নেভী ব্লু রঙের ফুল প্যান্ট, ২ টি ইউনিফর্ম বেল্ট (কালো রঙের), ১ জোড়া বুট, ১ টি ফিল্ড ক্যাপ (পুলিশ মনোগ্রাম সংযুক্ত), ২ টি রিফ্লেক্টিং ভেষ্ট ,১ টি বাঁশি (ফিতাসহ),১ টি ওয়াকিটকি সেট ,২ টি ব্যাটারী, ১ টি চার্জার, ১ টিমোবাইল সেট উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কায়েস একজন প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন যাবত রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় স্থানীয় জনগনের সাথে পুলিশ পরিচয় দাবি করে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে এবং পুলিশের উপ-পুলিশ পরিদর্শকের পোষাক পরিধান করে স্থানীয় জনগনকে হয়রানি করে আসছে । সে একজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং অবৈধভাবে লাভবান হওয়ার আশায় পুলিশের পরিচয় দিয়ে এলাকা/স্থানীয়দের সাথে প্রতারণা করে আসছে।
পিবিএ/হক