বিদেশী অস্ত্র ও উগ্রবাদী বই উদ্ধার

পৃথক অভিযানে আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেফতার

পিবিএ,ঢাকা: র‌্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেল (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুর জেলার টঙ্গী বাইপাস রোডে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ‘সংগঠন আনসার আল ইসলাম’ এর সদস্য মোঃ আশিক ইকবাল জনি (৪৩)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ঝিনাইদহ জেলার আরাপপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে

১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাঁজা গুলিসহ ম্যাগজিন ও ১১টি বিভিন্ন উগ্রবাদী বই/পুস্তিকাসহ গ্রেফতার করে। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর সদস্য। বর্তমানে সে আত্মগোপনে থেকে দেশের বিভিন্ন স্থানে গোপন বৈঠক ও প্রচার-প্রচারণার মাধ্যমে সংগঠনের নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করার কাজ করে আসছিল।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বিরুদ্ধে র‌্যাবের ক্রমাগত অভিযানের ফলে সংগঠনের অবস্থা নাজুক হয়ে পড়েছে এবং তারা তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য সংগঠনে নতুন নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

অপর এক অভিযানে জঙ্গি প্রতিরোধ সেল গত (২৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জের ঘাটারচর, খালপাড় থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আসামী মোঃ রফিকুল ইসলাম রুবেল, ইমতিয়াজ, আব্বাস(২৭)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গাংগাইল গ্রামের আঃ হাইয়ের ছেলে।

গত ৩০ সেপ্টেম্বর নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ জন শীর্ষ জঙ্গী গ্রেফতার করতঃ তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছিল। গ্রেফতারকৃত মোঃ রফিকুল ইসলাম রুবেল, ইমতিয়াজ, আব্বাস(২৭) মূলত উক্ত মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামী। মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও অধিকতর তদন্তের নিমিত্তে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের অনুমতি চাওয়া হবে।
র‌্যাব-২ কর্তৃক গ্রেফতারকৃত আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাই বাচাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

পিবিএ/জেডএইচ

আরও পড়ুন...