বান্দরবানে চোলাই মদসহ আটক ৩ নারী

lama-pba
পিবিএ,বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় দেশে তৈরি ৪২ লিটার চোলাই মদসহ ৩নারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মধুঝিরি এলাকাস্থ জীপ স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা এলাকার সিকদারপাড়ার বাসিন্দা মৃত নুর আলমের স্ত্রী রশিদা বেগম (৪৫), মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও মৃত আবুল কালামের স্ত্রী আয়েশা বেগম (৬০)।
সূত্র জানায়, লামা উপজেলা থেকে গাড়ি যোগে চকরিয়া উপজেলায় মদ পাচার হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা বুধবার দুপুরে পৌরসভার মধুঝিরি এলাকা এলাকার জীপ স্টেশনে অভিযান চালায়। এ সময় ১২টি পলিথিনের বস্তা ভর্তি ৪২ লিটার চোলাই মদসহ ৩ নারীকে আটক করে পুলিশ। চোলাই মদসহ ৩ নারীকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পিবিএ/এনকে/হক

আরও পড়ুন...