পিবিএ,রাজশাহী: বসন্ত ও বিশ্বভালবাসা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের বিভিন্ন সৌন্দর্য্যরে স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের ফটোগ্রাফি ক্লাব এর আয়োজনে ৪ দিনব্যাপি এ প্রদর্শনী চলবে। গতকাল বুধবার থেকে এই প্রদশর্নীটি শুরু হয়।
আয়োজক সূত্র জানা গেছে, প্রদর্শনীটির উদ্বোধন করেন সাংবাদিকতা বিভাগ ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা আব্দুল্লাহ আল বাকী। আগামী রোববার ও সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
ক্লাব সদস্যদের তোলা ৩৬ টি স্থিরচিত্র স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। সেখানে ছবির ভাষায় তুলে ধরা হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন স্থান, স্তম্ব, ভাস্কর্য্য, ভবনসহ ক্যাম্পাসের জনজীবনের চিত্র।
প্রদর্শনীর আহবায়ক শারমিন আক্তার পুষ্প বলেন, আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসের সৌন্দর্য্যগুলো ছবির ভাষায় মানুষের সামনে উপস্থাপন করার।
পিবিএ/এএইচ/হক