হাঁটু ও কনুইয়ের কালচে ভাব যেভাবে দূর করবেন

ত্বকের সঙ্গে সঙ্গে দেহের নানান অংশেরও যত্ন নেয়া জরুরি। একটু লক্ষ্য করলেই দেখবেন, অনেকেরই হাঁটু ও কনুইয়ের চামড়া কালো হয়ে যায়। গায়ের রঙ কালো কিংবা ফর্সা যাই হোক শরীরের এই দুই জায়গায় কালো হবেই। কিন্তু শরীরের এই দাগ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকেই। বিশেষ করে ফ্যাশন সচেতন নারীরা।

তাই এই দাগ থেকে মুক্তি পেতে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতির উপর। ঘরোয়া এক উপাদানে সহজেই এই বিশ্রি দাগ দূর হবে। চলুন তবে জেনে নেয়া যাক হাঁটু ও কনুইয়ের কালো দাগ দূর করার সহজ উপায়টি-

যা যা লাগবে : পেঁপে, লেবুর রস।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

মুখে ব্রণের দাগ থেকে শুরু করে হাঁটু ও কনুইয়ের কালচে ভাব, সবই কমাতে পারে পেঁপে। তবে এর জন্য দরকার কাঁচা পেঁপে। ব্লেন্ডারে কাঁচা পেঁপে থেঁতো করে নিন, তাতে এক চা চামচ পাতিলেবুর রস মেশান। এবার মিশ্রণটি লাগান কনুই ও হাঁটুতে। ব্রণের দাগের উপরও লাগাতে পারেন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন...