সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন ভবনে অগ্নিকান্ড

পিবিএ ঢাকা: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় স্টোর রুমে এ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার। তবে, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খরব পাওয়া যায়নি।

তিনি বলেন, বিকাল ৫টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দ্রুত সেখানে গিয়ে নেভানোর কাজ শুরু করেছে। এখন (এই প্রতিবেদন লেখার সময়) ৬টি ইউনিট কাজ কাজ করছে বলেও জানিয়েছেন রাসেল শিকদার।

হাসপাতালের কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত কিংবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় স্টোর রুমে এ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট।

পিবিএ/এমটি/জেডআই

আরও পড়ুন...