ফোনটি চুরি হয়ে গেলে কি করনীয়

স্মার্টফোন চোরের হাত থেকে সুরক্ষায় ‘থিফগার্ড’ নামে যুগান্তকারী অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করলো সফটালজি লিমিটেড নামের দেশীয় একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। হারিয়ে যাওয়া ডিভাইস শনাক্ত ও পুনরুদ্ধারে সাহায্য করবে অ্যাপটি।

মোবাইলটি চুরি হয়ে গেলে করনীয়:
চুরি হওয়া মোবাইলটিকে আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। যে ইমেইল আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করেছেন ঐ ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে অন্য ডিভাইস বা কম্পিউটার দিয়ে Customer লগ ইন দিয়ে চুরি হয়ে যাওয়া মোবাইলটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন এভাবে:-
-সাইলেন্ট ক্যামেরা: চুরি হওয়া মোবাইলটির ক্যামেরা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। ফোনটি কোথায় কোথায় যাবে তার ছবি দিতে থাকবে।

-GPS অন করে দিন। লোকেশন জানাতে থাকবে।

– রিং বাজানোর অপশন অন করুন। আপনার আশে পাশে কেউ নিয়ে থাকলে রিং বেজে উঠবে।

– চুরি হওয়া মোবাইলটি স্ক্রীন লক করে দিতে পারবেন।

– ফোনটি ট্র্যাক করতে পারবেন। ফোনের প্যাসিভ লোকেশটি জানতে পারবেন।

উল্লেখ্য,এই অ্যাপটি শুধুমাত্র চোরের ছবি লোকেশন জানাতে সহযোগিতা করবে, আপনাকে সতর্ক করবে ।

আরও পড়ুন...