কাজের বুয়া চরিত্রে তানজিন তিশা

মারুফ সরকার,বিনোদন: এবারই প্রথম সেলিব্রেটি তানজিন তিশাকে কাজের বুয়ার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আগামী সপ্তাহে ‘হাউস নং ৯৬’ ধারাবাহিক নাটকে কাজের বুয়া হিসেবে যুক্ত হচ্ছেন এই অভিনেত্রী। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে নির্মাতা মাহমুদুর রহমান হিমি। তিনি বলেন, ‘কাজের বুয়া হয়ে তানজিন তিশা দারুণ অভিনয় করেছেন। আশা করছি দর্শক মজা পাবে।’

এ নাটকের পরিচালক মাহমুদুর রহমান হিমির গল্পভাবনায় নাটকটির চিত্রনাট্য করছেন ইব্রাহিম চৌধুরী আকিবর। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে এনটিভিতে। ধারাবাহিকটিতে অভিনয় করছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ। নির্মাতা আরও বলেন, ‘ধারাবাহিকভাবে আমাদের এই নাটকে ছোটপর্দার সব তারকা অভিনয় করবেন। অপেক্ষায় থাকুন; আমরা প্রতি সপ্তাহেই চমক নিয়ে আসছি।’

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...