পিবিএ,ঢাকা: বাসে আগুন লাগিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও তার সহযোগী আরমান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর) সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার হাজারীবাগ থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাস জিজ্ঞাসাবাদের জন্য দুইজনের সাতদিন করে রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দুজনের তিনদিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন।
রবিবার বিকালে রাজধানীর রায়েরবাজারে নিজ বাসা থেকে নিপুণ রায়কে গ্রেপ্তার করা হয়।
বিএনপির এই নেত্রীর বিরুদ্ধে রাজধানীসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের আগে নিপুণ রায়ের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। সেখানে আরমানের সঙ্গে হরতালের আগের রাতে গাড়িতে আগুন দিতে নিপুণ রায়কে নির্দেশনা দিতে শোনা যায়।
পিবিএ/জেডএইচ