মো: এমরান হোসেন তালুকদার, পিবিএ মালদ্বীপ: ১৩ ফেব্রুয়ারী মালদ্বীপস্থ জাপান দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত এইচ.ই. কাইকোর ইয়ানাই মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব এর সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন।
এ সময়ে বন্ধুত্বপূর্ণ দু-দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। ছাড়াও বর্তমানে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটসহ অন্যান্য উন্নয়নের সামগ্রিক চিত্র তুলে ধরেন।
জাপান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিকএবং দ্বিপাক্ষিক সহযোগিতায় দুদেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে উভয় রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব জাপান দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত এইচ.ই. কাইকো ইয়ানাই কে একটি স্মারক উপহার প্রদান করেন।
উল্লেখ্য গত ০৩ জানুয়ারি ২০১৯ তারিখে জাপানের রাষ্ট্রদূত এইচ.ই. কাইকো ইয়ানাই মালদ্বীপের প্রেসিডেন্ট এইচ.ই. ইব্রাহিম মোহাম্মদ সোলিহ এর নিকট Credential হস্তান্তর করেন।