রাজধানীতে গারো কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

rep-pba
পিবিএ,ঢাকা: র‌্যাব ও ডিবির যৌথ অভিযানে রাজধানীর কাপ্তান বাজার এলাকা হতে গারো কিশোরী ধর্ষণ মামলার আসামী ইউসুফ আলী (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৩ । গোয়েন্দা নজরদারীর নিমিত্তে ১৪ ফেব্রুয়ারি বৃহষ্প্রতিবার বেলা দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরেরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়,আসামী ইউসুফ বসুন্ধরা জিপি হাউজ এর আইটি টেকনিশিয়ান (মেকানিক) হিসেব দীর্ঘ ১৯ বছর যাবৎ কর্মরত আছে। তার ২ স্ত্রীর মধ্যে ১ম স্ত্রীর ৩ কন্যা সন্তানসহ উত্তর বাড্ডা এলাকায় ভাড়া থাকত এবং তার ২য় স্ত্রী গুলশানের কালাচাঁদপুর এলাকায় ভাড়া থাকত। সে প্রায়ই সময় ১ম স্ত্রী ও সন্তানদের সাথে থাকত। মাঝে মাঝে ২য় স্ত্রীর কাছে যেত। ২য় স্ত্রী একা থাকার কারণে ভিকটিমকে গৃহপরিচারিকা হিসেবে কাজে নেয়। গত ১৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬ টার দিকে ২য় স্ত্রী বাসায় না থাকার সুযোগে সে ভিকটিমকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ।

পরে ভিকটিমের চাচাতো বোন তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

পিবিএ/হক

 

আরও পড়ুন...