অজ্ঞাত দুই মৃতদেহের পরিচয় উদ্ঘাটন ও জড়িতরা গ্রেপ্তার

পিবিএ,ঢাকা: গত ৩০ মার্চ গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের পাশে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে বর্ণিত ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয় যার নম্বর-৯২ তারিখ ৩১/০৩/২০২১ ধারা- ৩০২/২০১/৩৪ দঃ বিঃ।

র‌্যাব নিহত যুবকের পরিচয় সনাক্ত করার জন্য র‌্যাবে নব সংযোজিত (অনসাইট সনাক্তকরণ এবং যাচাই সিস্টেম) এর মাধ্যমে মৃতদেহের পরিচয় নিশ্চিত করে। সনাক্তকৃত ব্যক্তির নাম কবির হাসান (২২) রংপুর জেলার মিঠাপুকুর নয়াপাড়া গ্রামের জাবিউল ইসলামের ছেলে।

গত ১ এপ্রিল র‌্যাব-১ ডিএমপির পল্লবীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১) মাসুদুর রহমান (৩৭), ২) মোঃ আব্দুল হালিম (৩৬) এবং ৩) মোঃ লালটু মিয়া (৪১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির হোসেন (২২) হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার স্বীকারোক্তি দেয়। গত ২৫ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের খংসারদি সেতুর নিচে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ পাওয়া যায়; সেই হত্যাকান্ডের সাথে উক্ত চক্রটি জড়িত রয়েছে বলে তারা স্বীকারোক্তি দেয়। এই চক্রটি মানবপাচার, চাকুরী, প্রতারণা ও সুদের ব্যবসাসহ নানা রকম অবৈধ কার্যক্রমের সাথে জড়িত।

গ্রেফতারকৃতদের নিকট হতে হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেটকার, ২ টি গামছা, ৫ টি মোবাইল ফোন, ২ টি ল্যাপটপ, ১ টি ডেক্সটপ, নগদ ১১,২৩০/- টাকা, বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড, ১৫ টি বায়োডাটা, ফাকা স্ট্যাম্প, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সিল এবং অফিস আইডি কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিবিএ/জেডএইচ

আরও পড়ুন...