পিবিএ ডেস্ক : ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় স্টার চান্দ্রেয়ী ঘোষ। ভারতের এই মডেল ও অভিনেত্রী নেগেটিভ চরিত্রে অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়। শেখর দাসের মহুল বেনের সেরেং ছবির মাধ্যমে তার চলচ্চিত্র জগতে পথচলা শুরু। এরপর একে একে তিস্তা, মানুষ ভূত, দোসর, কাল, কালের রাখাল, হাতেই রইলো পিস্তল, নেকলেসসহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি ছোট পর্দায় বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
কিরণমালা, দেবীপক্ষ, সিঁদুর খেলা, বেহুলাসহ আরও বেশ কয়েকটি টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী বলেছেন, এক সময়ে এত প্রেম করেছি যে, এখন আর প্রেম আসে না। তিনি বলেন, ‘ভালবাসার দিন মানেই কি ভ্যালেন্টাইনস্ ডে? হয়তো নয়, আবার হয়তো বা…। আসলে ভালবাসাটা সেলিব্রেট করা দরকার প্রতিদিন, প্রতি মুহূর্তে। যেকোনও ভালবাসাই যত্ন করে আগলে রাখা উচিত। আর যদি একটা বিশেষ দিনে আমরা সেলিব্রেট করি, তাতেই বা অসুবিধে কোথায়? যত দিন যাচ্ছে আমরা প্রত্যেকে এত ব্যস্ত হয়ে পড়ছি, সে কারণেই ভালবাসার সেলিব্রেশনটা জরুরি। বন্ধু, বাবা-মা, কাপল— সকলের সেলিব্রেট করা উচিত।
আমার ভ্যালেন্টাইস্ ডে নিয়ে আলাদা কোনও প্ল্যান নেই। অতনুদার ছবি ‘বিনি সুতো’র শুটিং করব। স্কুল-কলেজে অবশ্য ভ্যালেন্টাইনস্ ডে প্রেমিকদের সঙ্গে কাটিয়েছি। এমনও হয়েছে, ভ্যালেন্টাইনস্ ডের ঠিক আগেই ব্রেক আপ হয়েছে। ফলে সে বছর আর প্রেমিকের সঙ্গে কাটানো হয়নি। আসলে জীবনে প্রচুর প্রেম করেছি তো, মনে থাকে না। হা হা হা…।’
পিবিএ/জিজি