দিল্লিতে ১০৭ পিস্তলসহ আটক ১

pistol

পিবিএ ডেস্ক : সামনেই ভারতের লোকসভা নির্বাচন। তার আগেই রাজধানী নয়া দিল্লীতে একটি দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১০৭টি পিস্তল। তুঘলকাবাদ দুর্গ থেকে সামান্য দুরত্বে রিং রোডের কাছে ডিএসডি উড়ালপুলের নীচের পার্কিং লট থেকে উদ্ধার হয় একটি গাড়ি। প্রশ্ন এখানেই যে, তুঘলকাবাদ দুর্গের সুরক্ষা ব্যবস্থায় থাকা কর্মীদের নাকের ডগায় কোথা থেকে বা কিভাবে এল এই গাড়িটি।

দিল্লি পুলিশের স্পেশাল সেল গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নেমে উদ্ধার করে ওই গাড়িটি। গ্রেফতার হয় মোহাম্মদ রমজান নামে এক ব্যক্তি। উদ্ধার হয় ১০৭টি পিস্তল। দিল্লি পুলিশ সূত্রে খবর, আটক মেওয়াটের বাসিন্দা রমজান দীর্ঘদিন ধরেই অস্ত্র চোরাকারবারের সঙ্গে যুক্ত। তার সম্বন্ধে অনেক দিন ধরে বিভিন্ন তথ্য রয়েছে পুলিশের কাছে। পুলিশের জেরায় রমজান জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে দিল্লি ও উত্তরপ্রদেশে দুষ্কৃতীমূলক কাজের জন্য শতাধিক পিস্তল সরবরাহের অর্ডার সে পেয়েছিল।

পুলিশ সূত্রে খবর গত দু’বছরে চোরাই অস্ত্রের এত বড় সরবরাহের ঘটনা দিল্লিতে ঘটেনি। পুলিশের অনুমান উদ্ধার হওয়া পিস্তলগুলো মধ্যপ্রদেশে তৈরি হয়ে মেওয়াট থেকে সরবরাহ হয়। রমজান জানিয়েছে, পিস্তল প্রতি ৮ হাজার টাকা দাম দিয়ে সে কেনে, তারপর তা ২৫ থেকে ৩০ হাজার টাকা দামে বিক্রয় করে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...