ইজতেমায় আগুন লাগার গুজব, হুড়োহুড়িতে ৯জন গরম পানিতে দগ্ধ

পিবিএ ঢামেক: টঙ্গীর ইজতেমা ময়দানে রান্নার সময় তাবুতে আগুন লাগার খবরে হট্টগোলে হুড়োহুড়িতে ৯জন গরম পানিতে দগ্ধ হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটি নিয়ে আসা হয়েছে। তবে তাদের কারোর অবস্থাই গুরুতর নয়।
আজ শুক্রবার সকাল ১১ টার দিকে ইজতেমার পশ্চিম পাশের তুরাগ নদীর পাড়ে এই ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর এর ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, ইজতেমার মুসল্লিহরা সকালে রান্না করার সময় তাবুতে আগুন লেগে যায়। তখন ভিড়ের মধ্যে হট্টগোলে হুড়োহুড়িতে রান্না করা গরম পানি পড়ে যায়। এতে এর আশেপাশে থাকা মুসল্লিহরা দগ্ধ হয়।
ঢামেক বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জন রোগী হাসপাতালে এসেছে। তাদের বেশির ভাগই পা দগ্ধ হয়েছে। তবে কারোরই গুরুতর দগ্ধ হয়নি। সবাই চিকিৎসাধীন আছে।
দগ্ধরা হলেন, নাজমুল ইসলাম (২৩), মোঃ ফারুক রশিদ (১৯), জাফর (৭০), তামিম (১৬), জব্বার (৬৫), তমিজ উদ্দিন (৬০), ইয়াসিন (৩০), সাইফুল্লাহ (১৮) ও কামাল হোসেন (৩২)।
দগ্ধরা জানান, এই ঘটনায় আরো অনেকেই দগ্ধ হয়েছে। তাদেরকেও হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...