‘কোনো পুরুষের ভালোবাসা আমার দরকার নাই’

মনোরমা বিশ্বাস: আমি সবসময় মনে করতাম, একজন পুরুষের ভালোবাসা পেলেই নারীর জীবন ধন্য । এবং সেই ভালোবাসা পাওয়ার জন্য আমি অনেক লালায়িত ছিলাম।

নিজেকে অনেক অসুখী মনে হতো। মনে হতো- আমার জীবন ব্যর্থ। পুরুষেরা- বিশেষ করে তারা যখন যৌবনে পদার্পণ করে, তখন মনে করে নারীর ভালোবাসা না পেলে তাদের কিছুই পাওয়া হলো না।

তারপর জীবনে প্রেম, ভালোবাসা, পারিবারিক পছন্দ এমনকি ঘটকের দ্বারা পাত্রী নির্বাচন করে পুরুষ জীবনসঙ্গিনী পায়। মেয়েতো পেল, তারপর কি? দুর্ভাগ্যজনক হলেও, কিছুদিন পর কেটে যায় তার মোহ।

কিন্তু মেয়েরা সেই ঈপ্সিত পুরুষকে আঁকড়ে ধরে। তাকেই তার জীবনের ধ্যান-জ্ঞান মনে করে। তাকে কেন্দ্র করেই তার জীবন আবর্তিত হতে তাকে। এর বাইরে যেন তার আর কোনো জগৎ নাই। আমিও এর মধ্যেই এতদিন ঘুরপাক খেয়েছি। এখন আমার কিছুটা জ্ঞানোদয় হয়েছে। আমার আছে নিজের সব কিছুই। আমার আছে কাজ করার ক্ষমতা। আমি নিজেকে ভালোবাসি ,ভালোবাসি নিজের কাজকে। আমি এখন অনেক সুখী, কোন পুরুষের ভালোবাসা আমার দরকার নেই।

*নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী ডেন্টিস্ট

আরও পড়ুন...