সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের কাজের মান নিয়ে প্রতিমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

sunam-gonj pba

পিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার (১৫ই,ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের কয়েকটি ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে দায়িত্বরতদের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্যেশে প্রতিমন্ত্রী বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যেভাবে করার আশা করা হয়েছিল ঠিক সেই রকম হয়নি। এটার জন্য এখানকার দায়িত্বরত প্রকৌশলীরা আছেন তাদের আরও সচেতন হতে হবে । প্রতিমন্ত্রী বলেন, ফসল রক্ষা বাঁঁধের কাজে যে মেজারমেন্ট দেওয়া আছে, সেই মেজারমেন্ট অনুযায়ী কাজ না হলে , আমরা কোনো টাকা-পয়সা দিতে রাজি না।

আমাদের নির্দেশ রয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি ( পিআইসি) যদি দ্রুত ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করতে পারেন, তাহলে কৃষকের স্বপ্নের সোনালী ফসল গোলায় উঠবে। ফসল রক্ষা বাঁধের কাজের জন্য যে পরিমান বরাদ্দ দেওয়া আছে তারা তা পাবে, কিন্তু বাঁধের কাজ সম্পন্ন না করে টাকা দিতে আমরা রাজি না।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক ভূঁইয়া, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

 

পিবিএ/জে এইচ/হক

আরও পড়ুন...