পিবিএ ডেস্ক : ‘জোর জার মুলুক তার’- এই প্রবাদটি কি সত্যি? ইতিহাস সাক্ষী শক্তিমানরা বরাবরই শক্তিহীনদের উপর রাজত্ত্ব করেছে। তথাগত মুখোপাধ্যায় তার দ্বিতীয় ছবিতে এই প্রশ্নটাই তুলেছেন। যেখানে এক ধর্ষক নিজের কুকর্মকে যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করবে যে সমাজই তাকে এমন করতে শিখিয়েছে। সত্যি-ই কি সমাজ ধর্ষক তৈরি করে? ছবির নাম ‘হাউ টু বিকাম আ রেপিস্ট’ (অরিজিন অফ স্পিসিস)। তথাগত’র প্রথম ছবি ‘ইউনিকর্ন’। ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবের জন্য তৈরি করেছেন তিনি। সেই হিসেবে সিনেমা হলে মুক্তি প্রাপ্ত প্রথম ছবি হবে এটি। ছবির মুখ্য চরিত্র কমল ধর্ষক। সে মেয়েদের শুধু ধর্ষণ-ই করে না, তাদের হিংস্রভাবে হত্যাও করে। ছবির শুরুতে কমল বন্দি। পুলিশ অফিসার গার্গীর জেরায় নিজের কুকর্মের কথা বলছে অবলীলায়। কারণ, সে মনে করে না এগুলো অন্যায়। যুক্তি দেখায়- বাঘ যখন হরিণকে বধ করে, বা একটা লোক দিনের পর দিন মুরগী-ছাগল কাটে, তা কি পশুহত্যার মধ্যে পড়ে? পুলিশ বা সেনা যখন কাউকে মারে সেগুলো কি হত্যা নয়? শক্তিহীনের উপর শক্তিমানের শাসন বরাবরই চলে এসেছে। কমল মনে করে যে মেয়েগুলোকে সে ধর্ষণ আর হত্যা করেছে, তাদের জোর কম ছিল, তাই সে এমন করতে পেরেছে।
তাহলে আপনি কি ধর্ষক তৈরি হওয়ার গল্প বলছেন? ‘একেবারেই নয়। মানুষের মনস্তত্ত্ব নিয়ে তৈরি আমার ছবি। আমরাও অনেক সময় নিজেদের ভুল কাজকে নানা রকম তথ্য দিয়ে ঠিক প্রমাণ করার চেষ্টা করে থাকি। এমন নানা ধরনের বিষয় উঠে আসবে গল্পের মধ্যে দিয়ে,’ বলছেন তথাগত। ছবিতে অনেকগুলো চরিত্র রয়েছে কমলের সঙ্গে জড়িয়ে। যার মধ্যে- নন্দিনী একজন পশুপ্রেমী। স্নেহাশীষ আইপিএস অফিসার। রয়েছে এক বারখার প্রতি আসক্ত এক ব্যক্তি। ছবির সব চরিত্র এখনও ঠিক হয়নি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নতুন মুখ সত্রাবিত পাল। রয়েছেন শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত, উষসী ভৌমিক। তথাগত নিজেও একটি চরিত্রে অভিনয় করবেন।
ছবির স্টাইলিং করেছেন পরিচালক পত্নী অভিনেত্রী দেবলীনা দত্ত। চার্লস ডারউইনের প্রাকৃতিক বিবর্তনবাদের উপর লেখা বই ‘অরিজিন অফ স্পিসিস’-এর সঙ্গে ধর্ষক তৈরির কী সম্পর্ক? ‘বিষয় নয়, এই বইয়ে যে চৌদ্দটি বিভিন্ন নামের ভাগ রয়েছে, তার থেকে ছয়টি নাম নিয়ে ছয় চ্যাপ্টারে ছবিটি তৈরি হচ্ছে,’ জানালেন তথাগত। এখন শ্যুটিং চলছে কলকাতায়। পরবর্তী পর্যায়ের কিছু শ্যুটিং কোনও অজানা গিরিখাত-এ করবেন, যা ছবির ক্লাইম্যাক্সকে অন্য মাত্রা দেবে। দাবি পরিচালকের।
পিবিএ/জিজি