পিবিএ,ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুস্পৃষ্ট হয়ে সাথী আক্তার (০৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত সাথী গৌরীপুর উপজেলার তারাকান্দার বিশকা গ্রামের আব্দুস সালামের মেয়ে ও স্থানীয় কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২ টার দিকে উপজেলার কলতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২ টার দিকে বাসায় টিভির জ্যাক লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সাথী। পরে তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিবিএ/আর/হক