পিবিএ,ঢাকা: রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এর একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে আশরাফ (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬ টায় তাকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মামুন মিয়া পিবিএকে জানান, তারা মহানগর প্রজেক্ট এর তিন নাম্বার রোডের একটি আটতলা ভবন রড মিস্ত্রি কাজ করেন। বিকেলে ভবনের ছয় তলায় আশরাফ রডের কাজ করতে ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মীরা পিবিএকে জানান, আশরাফ পরিবার নিয়ে রামপুরা উলন বাজার এর পাশে থাকতেন। পেশায় রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি। দীর্ঘদিন ধরেই ওই ভবনে রড মিস্ত্রি কাজ করে আসছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি পিবিএকে নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
পিকিএ/এইচএ/হক