পিবিএ,ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ থেকে বিদেশী পিস্তলসহ মোঃ সেনাউল ইসলাম (মেম্বার) (৪৪) কে আটক করেছে র্যাব-৫। আটককৃত সেনাউল স্থানীয় মৃত আলীম উদ্দিনের ছেলে।
১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত আনুমানিক সাড়ে চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বালিয়াদিঘী গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে বলে র্যাব ফোর্সেস সদর দপ্তরেরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিবিএকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ সেনাউল ইসলাম দীর্ঘদিন যাবৎ অস্ত্র অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত রয়েছে। আটক কালে তার কাছ থেকে ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল,১টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড শুটার গানের গুলি, ১টি মোবাইল সেট, ২টি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।
পিবিএ/হক