পিকআপ ভ্যান জব্দ

রাজধানীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ,ঢাকা: রাজধানীর হাজারীবাগের শহীদ শেখ রাসেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে মঙ্গলবার (২৭ এপ্রিল) র‌্যাব-২ বিশেষ চেকপোষ্ট স্থাপন করে আন্তঃ জেলা মাদক কারবারী চক্রের সদস্য ১। মোঃ সুমন(২৭), পিতা- মৃত নুরুল ইসলাম, ২। মোঃ শহিদ (৩০), পিতা- মৃত আবু বকর সিদ্দিক দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের ফেন্সিডিলের চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে গাড়িতে ফেন্সিডিল আছে বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে গাড়ি উপরে সাজানো সবজির মধ্যে অভিনব পন্থায় লুকায়িত ১৪২ বোতল ফেন্সিডিল গাঁজা পাওয়া যায়। ধৃত আসামীরা আরো জানায় যে, রাজধানীতে নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশলে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল স্বল্প মূল্যে ক্রয় করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এছাড়াও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিবিএ/জেডএইচ

আরও পড়ুন...