১ রানে রোমাঞ্চকর জয় কোহলিদের

নাটকীয় ম্যাচে শেষ বলে জয় পেল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১ রানে জিতল বিরাট কোহলির দল। শুরুতে ব্যাট করে দিল্লিকে ৫ উইকেটে ১৭২ রানের টার্গেট দেয় ব্যাঙ্গালোর। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭ রান তোলে দিল্লি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। দুই ওপেনার বিরাট কোহলি ও দেবদূত দুই অংক ছুঁতেই সাজঘরে ফিরে যান।

এরপর রজত পাটিধরের ৩১ ও গ্লেন ম্যাক্সয়েলের ২৫ এ শুরুর ধাক্কা সামলায় ব্যাঙ্গালোর। এই দু’জন ফিরে গেলে শুরু হয় এডিবি ভিলিয়ার্স শো। ৪২ বলে ৭৫ রানের এক ইনিংস খেলেন। তাতে ৫ উইকেটে ১৭১ রান তোলে ব্যাঙ্গালোর। ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে শিখর ধাওয়ান ও স্টিভেন স্মিথের উইকেট হারায় দিল্লি।

তবে ওভারের সঙ্গে তাল মিলিয়ে রান রান তুলে ম্যাচ ধরে রাখেন অধিনায়ক রিশাভ পন্ত ও শিমরন হেটমায়ার। শেষ দিকে এই দু’জন ম্যাচ জমিয়ে তোলেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ১ রানে হারে দিল্লি।

আরও পড়ুন...