পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২০২০ সালের ১০ মার্চ থেকে ২০২১ সালের ২৮ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়লো ৩ হাজার ৩৭১ জনে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, সর্বশেষ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষা হয়। এতে ২৪জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে রয়েছেন সদরে ১১জন, উল্লাপাড়ায় ৭, বেলকুচিতে ৩জন, শাহজাদপুরে ২ ও চৌহালী উপজেলায় ১জন। আক্রান্তের হার ২৩.৩০%।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির গত এক বছরের পরিসংখ্যানে জানান, মোট আক্রান্ত ৩ হাজার ৩শ ৭১জনের মধ্যে সর্বোচ্চ সদর উপজেলায়। ইতোমধ্যে আক্রান্তদের ২ হাজার ৮শ ৩৭জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমনে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন ছাড়াও ৩ স্বাস্থ্যকর্মী রয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ এপ্রিল সিরাজগঞ্জ জেলায় প্রথম এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৫ জন। এর মধ্যে সদরে ১০, শাহজাদপুরে ৫, বেলকুচিতে ৬, রায়গঞ্জে ২, কামারখন্দে উপজেলায় ২ জন রয়েছেন।
পিবিএ/সোহাগ হাসান জয়/জেডএইচ