পিবিএ: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ নির্বাচনে মেয়র প্রার্থীর তুলনায় কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ ও প্রচারনা চোখে পড়ার মতন।
প্রতিটি ওয়ার্ডে ৮/১০ জন করে প্রতিদ্বন্দিতা করছেন। শুক্রবার জুম্মার নামাজের পর কাউন্সিলর প্রার্থীরা মসজিদের গেইটে মুসল্লিদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি উত্তরা ১১নং সেক্টরের বায়তুন নূর জামে মসজিদ গেইটে ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মামুন সরকার মুসল্লিদের সাথে কুশল বিনিময়কালে তোলা।
তিনি মিষ্টি কুমড়া মার্কায় প্রতিদ্বন্দিতা করবেন। তিনি ব্যবসায়ী সংঘঠক। কাউন্সিলর হয়ে সমাজের সেবক হিসেবে কাজ করতে চান। এ জন্য সবার কাছে দোয়া প্রার্থী।