পিবিএ,ঢাকা: দুদক কর্মকর্তা পরিচয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারী দপ্তরের কর্মকর্তাদের নিকট হতে অর্থ আদায়ের অভিযোগে নারায়নগঞ্জ থেকে মোঃ রাজু মিয়া (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-২ । আটককৃত রাজু গাইবান্ধা কুটিপাড়ার আজগর আলীর ছেলে । আটককালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন ও ১২ টি ভূয়া রেজিষ্ট্রেশনকৃত সিম উদ্ধার করা হয়।
১৫ ফেব্রুয়ারি শুক্রবার র্যাব ফোর্সেস সদর দপ্তরেরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিবিএকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা গত ১২ ফেব্রুয়ারী দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় হতে মহাপরিচালক, র্যাব ফোর্সেস বরাবর পত্র প্রেরণের প্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় নারায়নগঞ্জের গোদনাই, ধনকুন্ড এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়।
রাজু মিয়া সরকারে বিভিন্ন কর্মকর্তা ও প্রতিনিধির সঙ্গে প্রতারণার মাধ্যমে তাদের মিথ্যা দুর্নীতি মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে রেজিষ্ট্রেশনকৃত সিম দিয়ে ছদ্মবেশ ধারণ করে, মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে এবং আইনানুগ কতৃত্ব বহির্ভূত ই-ট্র্যানজেকশন এর মাধ্যমে প্রতারণার করে অর্থ গ্রহণ করতো ।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিবিএ/হক