সুনামগঞ্জে ৯ জুয়ারী আটক

juari-pbaপিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ জন জুয়ারীকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম ওয়েজখালী এলাকার সামুছল হকের ছেলে সুজাত আলী(৩০),মোঃ মিয়াধনের ছেলে সুরুজ আলী(৩০),আব্দুল মোতালিবের ছেলে রবিন মিয়া(৩৫),মৃত দোলন মিয়ার ছেলে সেন্টু মিয়া(৩০),আব্দুল মালেকের ছেলে দুলাল মিয়া(৪৮),খুরশিদ উদ্দিনের ছেলে মোঃ আবুল কাশেম(৩৮),মিরাজ মিয়ার ছেলে লিটন মিয়া(৩০),মৃত আসাদ মিয়ার ছেলে নৌসাদ মিয়া(৩৩),এরশাদ মিয়ার ছেলে মোঃ বোরহান মিয়া(৩০) প্রমুখ।
শুক্রবার দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের এস আই আমিনুল ইসলাম,এ এস আই মামুন মিয়ার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওয়েজখালী এলাকায় একটি ঘরে জুয়া খেলা চলছে এমন অভিযোগের ভিত্তিতে হানা দিয়ে এই ৯ জন জুয়ারীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃত ৯ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পিবিএকে জানান গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন...