পিবিএ,ফেনী: আগামী রবিবার (১৭ ফেব্রুয়ারি) ফেনীতে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। এ উপলক্ষে শনিবার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৮-১৯ ইং উপলক্ষে শনিবার সকালে শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা ও সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ওয়াহিদুজজামান।
এ সময় স্থানীয় সরকার উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তার উন নেছা শিউলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, সহ-সভাপতি গোলাম রাব্বানী, জেলা ফুটবল এসোসিয়েশান এর সাধারণ সম্পাদক সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, টূর্ণামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল সহ মোট ১২টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। দল গুলো হলো ফেনী, নোয়াখালী, লক্ষিপুর, কুমিল্লা, ব্রাম্মনবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল।
ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ওয়াহিদুজজামান বলেন, টূর্ণামেন্টের সার্বিক দিক আপনাদের নিজ নিজ মিডিয়ার মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ জানাচ্ছি।
পিবিএ/জেকে/হক