পিবিএ,ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে পাথর বোঝাই ট্রাক থেকে আট শত ছিয়ানব্বই বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২। এসময় ফেন্সিডিল বহন কারি ট্রাকটিকে জব্দ,এবং আটকৃতদের কাছ থেকে দুই টি মোবাইল ও ছয়টি সিম উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারিরাত দিবাগতরাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়ীবাঁধ তিন রাস্তা মোড়স্থ তালুকদার হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে ট্রাক ড্রাইভার মোঃ কামাল হোসেন (৪৫),হেলপার মোঃ খাইরুল ইসলাম(২৮) , হেলপার মোঃ রাখেজ মোল্লা (২০) কে গ্রেফতার করে বলে মোহাম্মদ সাইফুল মালিক এএসপি,সহকারী পরিচালক ব্যাবে (মিডিয়া) কর্তৃক প্রেরিত ১৬ ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে পিবিএকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা, হয়গ্রেফতারকৃত আসামীরা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল ব্যবহার করে পরস্পর যোগসাজসে (ফেন্সিডিল) গাইবান্ধা জেলা হতে স্বল্প মূল্যে ক্রয় করে তাদের পরিবহনকৃত ট্রাকে বহন করে বিক্রয় ও সরবরাহ করার জন্য ঢাকায় নিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদে আসামীরা আরো জানায়, ট্রাকে করে ট্রাক মালিকের অজান্তে বিভিন্ন মালামাল পরিবহনের অন্তরালে গাইবান্ধাসহ সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে মাদকদ্রব্য (ফেন্সিডিল) ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছিল। বরাবরের মত আজকের এই চালানটি গন্তব্যস্থানে পৌছে দিতে পারলে ৩০ হাজার টাকা দেওয়া হতো। এই ভাবে আরো দুই থেকে তিনটি চালান পৌছে দিতে পারলে মাসে লক্ষাধিক টাকা আয় হবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়। মূলত তারা লোভে পরে কাজটি করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধেউ পরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানে হয়েছে।