কবি কোনো প্রাতিষ্ঠানিক বা আক্ষরিক পদবী কিংবা পেশা নয়।
কবি হলো অনুভূতি।
কবি হলো সামাজিক অনাচার ও মানবিক উপাখ্যানগুলোকে দল ও মত নির্বিশেষে তুলে ধরা।
কবি হলো অন্যায়ের সাথে আপস না করা।
কবিদের কোনো দেশ, কাল, পাত্র ভেদ নেই।
কোনো ভৌগলিক সীমারেখা নেই।
এই পুরো গ্রহটাই তাদের।
মহাশূন্যের শূন্যতা থেকে কবিদের জন্ম
আবার ব্যবকলন ও সমাকলনে কবিদের বেঁচে চলা।
কবিরা হলো বিশেষ ধরনের পাখি,
যাদের পাখায় লেখা যাযাবর পথ।
আপনি বড়জোর শব্দ শ্রমিক বা শব্দ প্রেমিক হতে পারেন।
তবে কবি নন।
কবি হতে চাইলে অনেক সময় কবি সাজতে হয়,যেটা পাপ।
সুপ্ত বিহঙ্গ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।