পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের ন্যান্সি বাজার এলাকায় সন্দেহ ভাজন এক মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা খুঁজতে গিয়ে তার কাছ থেকে পাওয়া গেল ৬ রাউন্ড তাঁজাগুলিসহ একটি বিদেশী তৈরী পিস্তল। আটককৃত ফারুক (৩০) এলাকায় তাবিজ ফারুক নামে পরিচিত।
শনিবার পুলিশের সন্দেহভাজন ফারুককে তল্লাশি করতে গেলে তার কাছ থেকে একটি বিদেশ পিস্তল পাওয়া যায়। এ সময় পুলিশ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটো পিবিএকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযান লক্ষে তল্লাশি চালানোর সময় ফারুক নামে মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৬ রাউন্ড তাঁজাগুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে ।
পিবিএ/এএম/হক