খুলনায় হাসপাতাল দালাল চক্রের ৬ সদস্য গ্রেফতার

dalal cacro-pba

পিবিএ,খুলনা: খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের দালাল চক্রের ০৬ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে অভিযান চালিয়ে হাসপাতাল থেকে প্রতারনার মাধ্যমে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া সিন্ডিকেটের এ ছয় সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলো দৌলতপুরের মোঃ সিদ্দিকুর রহমান (৪২),খালিশপুরের মোঃ আলাউদ্দিন (আলাল) (২৬),মোছাঃ আসমা খাতুন (৪৩),মোছাঃ রেহেনা খাতুন (৩৫), মোছাঃ তাসলীমা বেগম (৪০),মোছাঃ চম্পা খাতুন (৩২)। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ডাক্তার এবং ডায়াগনাষ্টিক সেন্টারের ৭২টি কার্ড উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামের নির্দেশে মহানগর ডিবি পুলিশের একটি দল শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আশেপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসা ৬জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পিবিএ/এসসি/হক

আরও পড়ুন...