যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৫

usa

পিবিএ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়সয়ের একটি কারখানায় বন্দুকবাজ হামলায় ৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন অনেকে। এর মধ্যে ৫ পুলিশও আছেন। পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে। হামলাকারী ওই কারখানারই প্রাক্তন কর্মী বলে জানা গেছে।

আক্রমণকারীর নাম গ্যারি মার্টিন (৪৫)। শিকাগো থেকে ৪০ মাইল পশ্চিমে ওউরোরায় হেনরি প্র্যাট কোম্পানি নামে একটি কারখানায় গত ১৫ বছর ধরে চাকরি করত সে। শুক্রবার তাকে বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ। এর বদলা নিতেই ওই দিনই বন্দুক নিয়ে কারখানায় হাজির হয় গ্যারি মার্টিন। কারখানায় ঢুকেই এলোপাথাড়ি গুলিতে চালাতে শুরু করে সে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।

এই ঘটনায় পুলিশের ভুমিকায় খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সারা দেশ ক্ষতিগ্রস্ত এবং স্বজনহারাদের পাশে আশে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

পিবিএ/জিজি

আরও পড়ুন...