পিবিএ ডেস্ক: বিশ্ব ইজতেমাকে পুঁজি করে অভিনব কায়দায় ইয়াবা পাঁচার করতে যেয়ে ধরা খেলেন পাচারকারী। কক্সবাজার শহরের লিংকরোড স্টেশন থেকে বিশ্ব ইজতেমাগামী একটি বাস থেকে পাচারকারীকে আটক করে র্যাব। জানা গেছে, সে সিলিন্ডারের মধ্যে ৪০ হাজার ইয়াবা পাচার করছিল। পাচারকারীর নাম সরওয়ার আলম।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে ইয়াবাসহ ওই পাচারকারী আটক হয়। আটক সরওয়ার আলম টেকনাফের মধ্যম হ্নীলার কচুবনিয়ার বাসিন্দা।
র্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, দ্বিতীয় ধাপে চলা বিশ্ব ইজতেমাগামী একটি বাসে গ্যাস সিলিন্ডারে বিশেষ কৌশলে ইয়াবা পাচার হচ্ছে, এমন খবর পেয়ে তল্লাশি চালানো হয়। এরপর ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। সে এসব ইয়াবা ঢাকার একটি চক্রের কাছে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।
তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের নিকট সোপর্দ করা হবে বলে জানায় র্যাব।
পিবিএ/এফএস