পাকিস্তানকে হুঁশিয়ার করলেন ইরানের সেনাপ্রধান

jafari

পিবিএ ডেস্ক : সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের উপর চাপ বাড়াল ইরানও। সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার যে অভিযোগ প্রথম থেকেই ভারত করে আসছে। ইরানের রিভোলিউশনারি গার্ড বাহিনীর চিফ কম্যান্ডার মেজর জেনারেল মোহামম্দ আলি জাফারিও পাকিস্তানের প্রতি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পুলওয়ামার ঢঙেই কয়েক দিন আগে ইরানের সেনা জওয়ানদের উপর আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণ ২৭ সেনা শহীদ হন। ইরানের মেজর জেনারেলের দাবি, এই হামলায় নেপথ্যে পাকিস্তানের মদদ রয়েছে। পাকিস্তান সরকার বিদ্রোহীদের তাদের দেশে আশ্রয় দিচ্ছে। সেই নিরাপদ আশ্রয়ে বসে ইসলামকেই হুমকি দিয়ে চলেছে ওই জঙ্গিরা।

এরপর তিনি হুঁশিয়ারির সুরে বলেন, ‘যদি পাকিস্তান ওই বিদ্রোহীদের শাস্তি না দেয়, আমরাই পদক্ষেপ নেবো।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...