পিবিএ ডেস্ক : পুলওয়ামায় হামলার প্রতিবাদ। নিজেদেরে রেস্তোয়ায় রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খানের পোট্রেট ঢেকে দিয়েছে মুম্বাইয়ের ঐতিহ্যশালী ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)।
গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় CRPF-এর কনভয়ে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে ৪৯ জওয়ান শহীদ হয়েছেন। জখম আরও অনেকে। গত তিন দশকের মধ্যে ভূস্বর্গে এটি সব থেকে বড় সন্ত্রাসবাদী হামলা। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদ এর দায় স্বীকার করেছে।
শনিবার CCI প্রেসিডেন্ট প্রেমল উদানি বলেছেন, ‘বিভিন্ন দেশের প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়দের ছবি আমাদের এখানে টাঙানো আছে। আমরা তা দেখাতে চাই। কিন্তু এখন যা ঘটছে তা হতাশাজনক।’
পিবিএ/জিজি