২৬০ কোটি টাকার বাজেট পাস করলো বিসিবি

কিছুদিন আগেই সংসদে পেশ করা হলো আগামী অর্থবছরের বাজেট। এ নিয়ে এখনও সংসদ অধিবেশন চলছে। তবে, এক বৈঠকেই আগামী অর্থ বছরের জন্য নিজেদের বাজেট পাশ করে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী অর্থ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য বাজেট পাশ করা হলো ২৬০ কোটি টাকার। বিসিবি যে বাংলাদেশে সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা এবং বিশ্ব ক্রিকেটে অন্যতম, তা এই বাজেট দেখলেই স্পষ্ট হয়ে যায়। আজ পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির নির্বাচন এবং এজিএম নিয়ে অনেক আগে থেকেই আলোচনা চলছিল। কবে অনুষ্ঠিত হতে পারে দেশের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থার এজিএম এবং নির্বাচন- এটা ছিল সবার আগ্রহের বিষয়।

সে প্রশ্নেরও জবাব মিলেছে বিসিবি সভাপতির বক্তব্যে। তিনি জানিয়েছেন, ৭ জুলাই হবে বিসিবির সেই কাঙ্খিত এজিএম। তিনি বলেন, ‘৭ জুলাই বিসিবির এজিএম। বার্ষিক বাজেট ২৬০ কোটি টাকার ২০২১-২২ মৌসুমের।’

আরও পড়ুন...