পিবিএ কুষ্টিয়া: কুষ্টিয়ায় দুইদল মাদক কারবারিদের সঙ্গে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নাজমুল মালিথা (৪০) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নাজমুল জেলার শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে। এ বন্দুকযুদ্ধে আহত হয়েছেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ, এসআই আতিকুল ইসলাম, সহকারি উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান ও কনস্টেবল ইমরান হোসেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার গড়াই নদীর বালু চরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নাজমুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার মিরাজ মালিথার ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার গড়াই নদীর বালু চরে দুইদল মাদক কারবারিদের মধ্যে
গোলাগুলি চলছে। গোপন সূত্রে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পাশ থেকে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাস্থল থেকে পুলিশ ৬০০ পিস ইয়াবা, ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা করেছে।
পিবিএ/ এমটি/জেডআই