চিলমারীতে সহস্রাধিক বিএনপি নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান

kurigram_bnp_to_aowamiluge-

মমিনুল ইসলাম বাবু,পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সোহরাব হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নৌকা প্রতীক নিয়ে বিশাল শোভাযাত্রা বের করে । শোভাযাত্রা শেষে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকারকে ক্রেস্ট ও ফুলের তোড়া হাতে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে অষ্টমীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুন্ম সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু, জামিনুল হক, আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইসলাম মঞ্জু, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ গয়ছল হক মন্ডল, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার ও অষ্টমীরচর ইউপি চেয়ারম্যান মোঃ আবু তালেব প্রমুখ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...